Wellcome to National Portal
কেন্দ্রীয় ঔষধাগার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০২৩

এক নজরে

    এক নজরে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো-সিএমএসডি (কেন্দ্রীয় ঔষধাগার)

১) স্থাপনবর্ষ : ১৯৪৭ খ্রিস্টাব্দ

২) প্রাতিষ্ঠানিক অবস্থান : স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ দপ্তর

৩) প্রতিষ্ঠান প্রধান : পরিচালক

৪) বাজেট : স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কোডের আওতায় সরাসরি বরাদ্দকৃত পরিচালন (ভূতপূর্ব রাজস্ব) বাজেট

৫) মোট আয়তন : প্রায় ৮ একর

৬) মূল অবকাঠামো : একটি দ্বিতল প্রশাসনিক ভবন, ৫-তলাবিশিষ্ট নতুন স্টোর-কাম-অফিস ভবন, স্বতন্ত্র স্টোর, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দুইটি ৬-তলা আবাসিক কোয়ার্টার (৫০০ ও ৬০০ বর্গফুট এরিয়ার মোট ২৪ টি বাসা), পুলিশ ব্যারাক

৭) কেপিআই : সরকারের কেপিআই তালিকার ১ (খ) ক্রমিকের ৩২ নম্বর কেপিআই

৮) জনবল কাঠামো (রাজস্ব) : ২০২ জন (১৯৮৪)

৯) বর্তমানে কর্মরত : ৮৫ জন

১০) কার্যপরিধি :

পরিচালক (ভান্ডার ও সরবরাহ)পদের উদ্দেশ্য :

স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ঔষধ, যন্ত্রপাতি, আসবাবপত্র, গাড়ি/অ্যাম্বুলেন্স ক্রয়,সংগ্রহ, মজুত ও সরবরাহ নিশ্চিতকরণ”

সূত্র : অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কার্যপরিধি, মানব সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও উন্নয়ন ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (জুন/২০০৭)

১১) সিএমএসডির দায়িত্ব :

ক) স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়

খ) স্বাস্থ্য সরঞ্জাম খালাসকরণ

গ) স্বাস্থ্য সরঞ্জাম মজুত ও সংরক্ষণ

ঘ) স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

ঙ)ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে বিক্রয়োত্তর সরবরাহ সেবা নিশ্চিতকরণ

১২) সিএমএসডির ক্রয় কার্যক্রমে অধিযাচনের উৎস :

ক) বর্তমানে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির বিভিন্ন অপারেশনাল প্ল্যান(ওপি)

খ) স্বাস্থ্য সেবা বিভাগ

গ) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (যেমন- জাইকা, এডিবি, ইত্যাদি)

১৩) সিএমএসডির ক্রয় কার্যক্রমে ক্রয় বাজেটের উৎস :

ক) উন্নয়ন (সিংহভাগ) : অপারেশনাল প্ল্যান, উন্নয়ন সহযোগী সংস্থা

খ) পরিচালন (সময়ে সময়ে) : স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর

১৪) সিএমএসডির ক্রয়ের ধরন :

ক) মূলত পণ্য ও সংশ্লিষ্ট সেবা (Goods and related services)

খ) স্বল্প পরিমাণে কিছু ভৌত সার্ভিস (Physical services) ক্রয়, যেমন : আইটি অ্যাসিসটেন্ট নিয়োগ, পরিবহণ সেবা, সিএন্ডএফ এজেন্ট সেবা ইত্যাদি

১৫) সিএমএসডি অনুসৃত ক্রয় পদ্ধতি :

ক) সাধারণত উন্মুক্ত বা প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতি (OTM)

খ) বিশেষ এবং জরুরি ক্ষেত্রে সরাসরি চুক্তি পদ্ধতি (DCM)

গ) বিশেষ এবং স্বল্প বাজেটের ক্ষেত্রে কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি (RFQ)

১৬) সিএমএসডির ক্রয় আইটেম :

ক) মেডিকেল এন্ড সার্জিক্যাল রিকুইজিটস (এমএসআর) এবং কনজ্যুমেবল আইটেমস : গ্লাস গুডস, মাস্ক, গ্লাভস, পিপিই কভারঅল, টেস্টিং কিটস, ল্যাব কনজ্যুমেবলস ইত্যাদি

খ) হালকা যন্ত্রপাতি : অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, পালস-অক্সিমিটার ইত্যাদি

গ) মাঝারি যন্ত্রপাতি : অক্সিজেন কনসেনট্রেটর, পেশেন্ট মনিটর, এবিজি মেশিন, অ্যানালাইজার মেশিন, ফটোকপিয়ার ইত্যাদি

ঘ) ভারী যন্ত্রপাতি : সিটি স্ক্যানার, এমআরআই মেশিন, এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড মেশিন, আইসিইউ বেড, আইসিইউ ভেন্টিলেটর, অ্যানেস্থেশিয়া মেশিন ইত্যাদি

ঙ) ওষুধ ও রাসায়নিক দ্রব্য : ভিটামিন-এ ক্যাপসুল, অ্যান্টি-রেট্রোভাইরাল ড্রাগস, ইনসেক্টিসাইডস ইত্যাদি

চ) আসবাবপত্র : পেশেন্ট ট্রলি, ওটি টেবিল, পেশেন্ট বেড, সাইড কেবিনেট, ওটি সিলিং লাইট, ইত্যাদি

ছ) যানবাহন : অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ইত্যাদি

১৭) সিএমএসডির ক্রয় সংক্রান্ত কমিটিসমূহ (স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক গঠিত) :

ক) দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় বা মূল্য (Official Cost Estimate) প্রস্তুতকরণ কমিটি

খ) টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রণয়ন কমিটি-১ (এমএসআর সামগ্রী)

গ) টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রণয়ন কমিটি-২ (মেডিকেল ইকুইপমেন্ট (এমএসআর সামগ্রী বহির্ভূত) ও যানবাহন)

ঘ) টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রণয়ন কমিটি-৩ (নন-মেডিকেল অ্যাপ্লায়েন্স ও অন্যান্য)

ঙ) দরপত্র উন্মুক্তকরণ কমিটি

চ) দরপত্র মূল্যায়ন কমিটি-১ (২০ কোটি টাকার ঊর্ধ্বে সকল ক্রয়)

ছ) দরপত্র মূল্যায়ন কমিটি-২ (২০ কোটি টাকা পর্যন্ত মেডিকেল য্ন্ত্রপাতি ও যানবাহন ক্রয়)

জ) দরপত্র মূল্যায়ন কমিটি-৩ (২০ কোটি টাকা পর্যন্ত এমএসআর সামগ্রী, নন-মেডিকেল অ্যাপ্লায়েন্স ও অন্যান্য ক্রয়)

ঝ) Technical Inspection and Acceptance Committee (TIAC)

ঞ) কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) দর কষাকষি, বাজার যাচাই ও কারিগরি মূল্যায়ন কমিটি

১৮) Technical Inspection and Acceptance Committee-TIAC (সার্ভে কমিটি) :

ক) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক গঠিত

খ) টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী পণ্যের গ্রহণযোগ্যতা নির্ণয় করে

গ) সার্ভে ভেন্যু :

সিএমএসডি স্টোরে : এমএসআর, কনজ্যুমেবল আইটেমস, হালকা ও মাঝারি ইকুইপমেন্ট, আসবাবপত্র, যানবাহন

ব্যবহারকারী প্রতিষ্ঠানে : ভারী যন্ত্রপাতি

১৯) ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে (4th Health, Population and Nutrition Sector Programme- 4th HPNSP) সিএমএসডি :

ক) ৪র্থ এইচপিএনএসপি উন্নয়ন বাজেটের আওতায় বাস্তবায়নাধীন

খ) স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ টি অপারেশনাল প্ল্যানের (Operetional Plan- OP) মধ্যে Procurement, Storage and Supply Management- Health Services (PSSM-HS) অপারেশনাল প্ল্যানের বাস্তবায়নকারী

গ) পরিচালক, সিএমএসডি ওপির লাইন ডিরেক্টর, উপপরিচালক প্রোগ্রাম ম্যানেজার এবং সহকারী পরিচালকগণ ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন

ঘ) ওপির সাংগঠনিক কাঠামোতে একজন লাইন ডিরেক্টর (নিয়মিত পরিচালক বা প্রেষণ/সংযুক্তিতে পদায়িত), দুইজন প্রোগ্রাম ম্যানেজার (নিয়মিত উপপরিচালক বা প্রেষণ/সংযুক্তিতে পদায়িত), তিনজন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (নিয়মিত সহকারী পরিচালক বা প্রেষণ/সংযুক্তিতে পদায়িত)- মোট ৬ টি পদের অতিরিক্ত ৮৩ টি পদসহ মোট ৮৯ জন জনবলের সংস্থান রয়েছে।

ঙ) PSSM-HS ওপির আওতায় সিএমএসডি স্বাস্থ্য অধিদপ্তরের অপরাপর ওপিসমূহের অধিযাচনকৃত ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করে থাকে

চ) তাছাড়া ওপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রযোজ্য জনবলের সংস্থাপন ব্যয়, অবকাঠামো, লজিস্টিকস, রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য বরাদ্দ পেয়ে থাকে

২০) Self-Clearance:

ক) বাণিজ্যিক সিএন্ডএফ এজেন্টদের প্রতিস্থাপন

খ) সিএন্ডএফ এজেন্ট কমিশন বাবদ বিপুল পরিমাণ সরকারি অর্থ সাশ্রয় করা সম্ভব

গ) ঢাকা কাস্টম হাউসের লাইসেন্স প্রাপ্তি : ১৮/০৮/২০২১ খ্রিস্টাব্দ

২১) সিএমএসডির প্রাতিষ্ঠানিক মর্যাদা অধিদপ্তরে উন্নীতকরণ :

ভিত্তি :

১. ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি খাত কর্মসূচির (4th HPNSP) কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনার (Project Implementation Plan- PIP) এর সুপারিশ

২. প্রধানমন্ত্রীর কার্যালয়ের Governance Innovation Unit (GIU) এর সুপারিশ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সানুগ্রহ অনুমোদন :

ক) সিএমএসডি প্রতিষ্ঠানটিকে ডিপার্টমেন্টে উন্নীত করে সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ করা;

খ) প্রয়োজনীয় জনবলের সংস্থান রেখে অরগানোগ্রামটি হালনাগাদ করা;

গ) কর্মকর্তা পদায়ন নীতিমালা এবং নিয়োগবিধি প্রণয়ন করতে হবে;

ঘ) একজন প্রশাসনিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ মহাপরিচালক (গ্রেড-২/৩) এর নেতৃত্বে প্রশাসনিক ও প্রকিউরমেন্টে দক্ষতা সম্পন্ন পরিচালক সমন্বয়ে জনবল কাঠামো গঠন করা; এবং

ঙ) স্বাস্থ্য খাতের ক্রয় ব্যবস্থাপনায় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ দায়িত্ব সিএমএসডিকে প্রদান করতে হবে।

অগ্রগতি :

সিএমএসডির উত্তরোত্তর ক্রমবর্ধমান কর্মপরিধি, সিএমএসডিকে অধিদপ্তরে উন্নীতকরণের জন্য ৪র্থ এইচপিএনএসপি-তে সুপারিশ এবং এ সংশ্লিষ্ট GIU’র সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সরঞ্জাম অধিদপ্তর শীর্ষক নতুন অধিদপ্তর সৃজন, অধিদপ্তরের জন্য নতুন জনবল ও সাংগঠনিক কাঠামো এবং সে অনুযায়ী পদসৃজনের লক্ষ্যে প্রণীত এবং গত ১৪/০৮/২০২২ খ্রিস্টাব্দ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সম্মতিপ্রাপ্ত প্রস্তাব বর্তমানে অর্থ বিভাগের সম্মতির জন্য বিবেচনাধীন আছে।

২২) সিএমএসডির বর্তমান যানবাহন :

ক) জিপগাড়ি- ৪ টি

খ) মাইক্রোবাস- ৪ টি

গ) পিক-আপ ভ্যান- ১ টি

ঘ) মোটরসাইকেল- ৩ টি (একটি অচল)

২৩) নিরাপত্তা ব্যবস্থাপনা :

স্থাপনার নিরাপত্তার স্বার্থে তিন পালায় ১৫ জন করে মোট ৪৫ জন নিরাপত্তা কর্মী নিয়োজিত করার জন্য কেপিআই জরিপ প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। বর্তমানে ৪ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার, সিএমএসডির নিজস্ব ১৩ জন কর্মচারী (পরিচালন (রাজস্ব) খাতের ১ জন নিরাপত্তা প্রহরী, ২ জন প্যাকার-লোডার, আউটসোর্সিং খাতের ১০ জন প্যাকার-লোডার) নিরাপত্তা প্রহরী পালাক্রমে তিন পালায় বা শিফটে দায়িত্ব পালন করছে।

**০১/১০/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon